রবিবার, ১৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে গৃহবধূকে হত্যায় অভিযোগে মামলা দায়ের,আটক-২।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে গৃহবধূকে হত্যায় অভিযোগে মামলা দায়ের,আটক-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাসন পৌরসভার দক্ষিণফ্যাসন এলাকায় বিবি ফাতেমা (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার নিহতের স্বামী আ} মান্নানের বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।
ফাতেমা আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের মো. মোসলে উদ্দিনের মেয়ে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী মান্নান ও ননদ জান্নাতকে পুলিশ আটক করেছে।
এ ঘটনায় নিহতের ভাই শাহাদাত বাদী হয়ে চরফ্যাশন থানার আঃ মান্নান ও জান্নাতসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদী এজাহারের বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনায় ফাতেমার সঙ্গে জান্নাত ঝগড়ায় হয়। মারধরের ঘটনাও ঘটে এক পর্যায়ে তিনি তাকে চেয়ার দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি একাধিক বার বমি করে গুরুতর আসুস্থ হয়ে পড়েন। রাতে স্বামী বাড়ি এলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতাল কিংবা কোন ডাক্তারের দেখাননি। রাত শেষে শনিবার সকালে তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা এসে থানায় খবর দেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।