শনিবার, ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভোলাকে শিল্প নগরী করা হবে।।লালমোহন বিডিনিউজ
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভোলাকে শিল্প নগরী করা হবে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন: ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ঢাকার সাথে দক্ষিণ বঙ্গের সরাসরি যোগাযোগ ব্যবস্থা করা হবে। পদ্মা সেতু নির্মাণ হলে ভোলা আর বিচ্ছিন্ন দ্বীপ থাকবেনা। ভোলা থেকে বরিশাল পর্যন্ত সেতু নির্মাণ করা হবে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে ভোলাকে শিল্পনগরী করা হবে। এখানে গ্যাস আছে। যোগাযোগ ব্যবস্থা ভাল হলে এখানে কলকারখানা গড়ে উঠবে। এতে আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি হবে। বেকারত্ব দুর হবে। এসব উন্নয়নের জন্য আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিতে হবে। ১৮ আগস্ট শনিবার সকাল ১১টায় লালমোহন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি লালমোহন পৌরসভার আয়োজনে দুঃস্থদের মাঝে খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকার আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচনে জয়যুক্ত করে সরকার গঠনের সুযোগ দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, ভারপ্রাপ্ত পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার মিয়া, কাউন্সিলর হেলাল উদ্দিন, জাহিদুল ইসলাম নবীন, সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।