শনিবার, ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ড্রেজার দিয়ে পুকুর খনন, তজুমদ্দিনে মাটিচাপা পড়ে শ্রমিকে মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
ড্রেজার দিয়ে পুকুর খনন, তজুমদ্দিনে মাটিচাপা পড়ে শ্রমিকে মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে নজরুল (৩৫) নামের এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৮ আগস্ট) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন মাহারকান্দি মুচিবাড়ির কোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ওই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন, তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম জানান, মাহারকান্দি এলাকায় ড্রেজার মেশিন দিয়ে একটি পুকুর খনন করছিলেন নজরুল। এ সময় পুকুরের পাড় ভেঙে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ উদ্ধার করেছে।