বুধবার, ১৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : জাতির জনক শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ভোলায় শোক দিবস পালিত হয়েছে।
দিনটিতে বাঙালি জাতি গভীরভাবে স্মরণ করছে অবিসংবাদীত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
একই সঙ্গে স্মরণ করছে ১৫ আগস্টের মর্মান্তিক সেই হত্যাকান্ডের শিকার সকল শহীদদের। দিনটি পালনে দোয়া মাহফিল ও নানা অনুষ্ঠানের করেছে জেলা প্রসাশন, জেলা আওয়ামী লীগসহ সরকারী বেসরকারী স্কুল-কলেজ এবং বিভিন্ন সংগঠন।
বুধবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক র্যালী, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু করে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্যরা।
এর আগে সকাল ১০টায় জেলা প্রসাশনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় ওবায়দুল হক মহা বিদ্যালয়ে, ভোলা সরকারী বালক ও বালিকা বিদ্যালয়, বাগার হাওলা প্রাথমিক বিদ্যালয়, টবগী মাধ্যমিক বিদ্যালয় ও চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভাসহ শোক দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।