মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে পোনামাছ অবমুক্ত।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে পোনামাছ অবমুক্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সোমবার ১১টায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস এ পোনা বিতরণ কার্যক্রম করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম,নাজমুসসালেহীন জানান, উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৩কেজি বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস এর সভাপতিত্বে অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো: আহসান হাসিব খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আহসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রবল চন্দ্র দে প্রমুখ।