মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে দুর্নীতি প্রতিরোধে সততা স্টোর উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে দুর্নীতি প্রতিরোধে সততা স্টোর উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় বোরহানউদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রধান অতিথি, বরিশাল দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো: আবু সাঈদ , বিশেষ অতিথি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: আ: কুদ্দূস এর উপস্থিতিতে দুর্নীতি প্রতিরোধে সততা স্টোর উদ্বোধন করা হয়। এসময় প্রধান অথিতির বক্তব্যে বলেন, দুর্নীতি দমন কমিশনের দুটি কাজ, দুর্নীতি দমন করা ও দুর্নীতি প্রতিরোধে সততা স্টোর চালুকরা। আমরা দুর্নীতি প্রতিরোধে সততা স্টোর চালু করছি। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ খাতা-কলম বিতরণ ও সততা স্টোর উদ্বোধন করা হয়। মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারক‘র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: মনির হোসেন হাওলাদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকও ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।