বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে তৈলবাহী লরির ভারে ভেঙ্গে পড়লো ব্রিজ, জনর্দূভোগ চরমে।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে তৈলবাহী লরির ভারে ভেঙ্গে পড়লো ব্রিজ, জনর্দূভোগ চরমে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ভূতার খেয়া এলাকায় তৈলবাহী লরির ভারে একটি আয়রন ব্রিজ ভেঙ্গে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে তিনটি ইউনিয়নের সাধারন জনগন।
বৃহস্পতিবার (৯আগষ্ট) ভোর রাতে এ দূর্ঘটনা ঘটে।
তৈলবাহী লরিটি ব্রিজ পার হওয়ার সময় ভেঙ্গে গেলে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার বলেন, দুর্ঘটনা কবলিত তৈলবাহী লরিটি সরিয়ে নেওয়ায় চেষ্টা চলছে। চরফ্যাশন টু জলিল বেপারী বাজারের সড়কের ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়েছে। এসময় ব্রীজের দুপাশে কিছু যানবাহন আটকা পড়ে যায় এবং জনসাধারনের চলাচলে অসুবিধা হয়।
এ রির্পোট লেখা পযর্ন্ত তৈলবাহী লরিটি এখনো উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। লরিটিতে তৈল ভর্তি থাকায় উদ্ধারে সময় লাগছে বলে উদ্ধাকারীরা জানান।