বুধবার, ৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | শিরোনাম | সর্বশেষ » ভোলার দক্ষিণ আইচা থানার ওসির সাথে-নৌ সেনা সদস্যের মারামারি।।লালমোহন বিডিনিউজ
ভোলার দক্ষিণ আইচা থানার ওসির সাথে-নৌ সেনা সদস্যের মারামারি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,স্টাফ রির্পোটার :ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের সাথে নৌবাহিনীর খুলনা জোনের কর্মরত নৌ-সেনা সদস্য হেলাল উদ্দিনের সাথে মারামারির ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা নতুন বাজারের পূর্বপাশের ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
চরমানিকা ১নং ওয়ার্ড মেম্বার শাহজাহান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নৌবাহিনীর খুলনা জোনে কর্মরত নৌ-সেনা সদস্য হেলাল-এর গ্রামের বাড়ি চর মানিকায়। তিনি ছুটিতে বাড়িতে অবস্থান করছেন। গতকাল বুধবার সকালে বাড়ির পাশের ব্রীজের উপর এক বন্ধুর জন্য অপেক্ষা করছিল সে।
এ সময় সাদা পোষাকে ব্রীজ ধরে যাচ্ছিলেন ওসি হাবিবুর রহমান। ব্রীজের উপর অপেক্ষমান যুবক হেলালকে দেখে ইভটিজিং করার অপবাদ দেন ওসি হাব্রিুর রহমান। হেলাল নিজেকে নৌ-সেনা সদস্য পরিচয় দেয়ার পরও তাঁর জামার কলার ধরে চড় থাপ্পার মারেন ওসি। হেলালও ওসিকে পাল্টা চড় থাপ্পর দেন। চড়-থাপ্পরের পর্বশেষে দু’জন হাতাহাতিতে জড়িয়ে পরেন। স্থানীয়রা দু’জনকে ছাড়িয়ে দেন।
পরে ওসি থানায় সংবাদ দিলে উপ-পুলিশ পরিদর্শক(এসআই) ফারুক ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে হেলালকে মারধর করে থানায় নিয়ে আসেন। এক ঘন্টা পরে সমঝোতা হলে হেলালকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। ওসির সাথে কথা কাটাকাটির কথা স্বীকার করলেও চড়-থাপ্পর বিনিময়ের কথা অস্বীকার করেছেন হেলাল।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাতাহাতি বা চড়-থাপ্পরের কথা অস্বীকার করে বলেন, মোটরযান চেকিং করার সময় পুলিশ হেলালকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নৌ-সেনা সদস্য পরিচয় দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।