মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার সমাপ্তি, পুরস্কার বিতরণ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার সমাপ্তি, পুরস্কার বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা ।
সোমবার (৬ আগষ্ট) ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বন বিভাগ ও কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় এই বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী নার্সারি ষ্টোল মালিকদের মধ্যে আহসান নার্সারি প্রথম,রাঙ্গাবন দ্বিতীয় ও বনফুল তৃতীয় হয়েছে। ভোলা বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল মমিন টুলু অংশ গ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
বৃক্ষমেলা উপলক্ষে অায়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক প্রশান্ত কুমার সাহা, ভোলা এনএসআই’য়ের উপ পরিচালক মো: মখলেসুর রহমান। সমাপনী অনুষ্ঠানে ভোলা সদর উপজেলায় সামাজিক বনায়নে সম্পৃক্ত উপকারভোগী ৫৫ জনের মধ্যে বন বিভাগের পক্ষ থেকে১ লক্ষ ৮৩ হাজার ২০৫ টাকার চেক বিতরণ করা হয়।