সোমবার, ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » ইন্টারনেটে গুজব ছড়ানোর অভিযোগে ৩জন গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
ইন্টারনেটে গুজব ছড়ানোর অভিযোগে ৩জন গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে উস্কানি দেয়ার অভিযোগে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ আগষ্ট) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তিনজন হলেন- মাহবুবুর রহমান আরমান (৩০), আলমগীর হোসেইন (২৭) ও সাইদুল ইসলাম (৩১)। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, মেমরিকার্ডসহ ফেসবুক আইডির পাসওয়ার্ড ও গ্রুপসমুহ জব্দ করা হয়েছে।
পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তারা গুজব ছড়িয়েছিলেন।