রবিবার, ৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কা, নিহত-১।। লালমোহন বিডিনিউজ
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কা, নিহত-১।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যাত্রীর । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
রোববার (৫ আগষ্ট) ভোর সোয়া ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.আলামিন জানান, পিকআপ ভ্যানটি সাভার থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।