শনিবার, ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের সুরমা বেগম (১৯) নামক এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। শনিবার সকাল ১১টায় ওই ইউনিয়নের স্বামী সোহাগ’র বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সুরমা বেগম ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী গ্রামের আব্দুল সাত্তার এর মেয়ে। পারিবারিক কোলহের জের ধরে এ ঘটনার সৃষ্টি হতে পারে প্রাথমিক ভাবে এমন ধারনা স্থানীয় থানা পুলিশের । নিহতের বাবা আব্দুল সাত্তার জানান,বছর দেড়েক আগে তার মেয়ে সুরমাকে কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোতালেব খার ছেলে সোহাগ’র সাথে বিয়ে দেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায়ই মারধর করত সোহাগ। মেয়ের শান্তির জন্য লাখ টাকা যৌতুক ও দেই। কিন্তু এরপর ও রক্ষা পেল না মেয়েটি। আব্দুল সাত্তার তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানান,পারিবারিক কলহের জেরে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রির্পোট জানা যাবে।