শুক্রবার, ৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আগামীকাল থেকে বাস চলাচলের আশাবাদ নৌমন্ত্রী।। লালমহিন বিডিনিউজ
আগামীকাল থেকে বাস চলাচলের আশাবাদ নৌমন্ত্রী।। লালমহিন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : শনিবার থেকে ফের গাড়ি চালানো শুরু করতে পারেন নিরাপত্তার অজুহাত দেখিয়ে ‘অঘোষিত ধর্মঘটে’ থাকা পরিবহন মালিক-শ্রমিকরা, জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার (৩ আগষ্ট) রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের এ কথা বলেন দেশের সড়ক পরিবহন শ্রমিকদের শীর্ষ সংগঠনের এই নেতা।
বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা দেশজুড়ে আন্দোলন করছে। এরইমধ্যে পরিবহন মালিক-শ্রমিকরা কয়েকদিন ধরে ঢাকাসহ দেশজুড়ে বাস চলাচল বন্ধ রাখায় দুর্ভোগের মধ্যে পড়েছে মানুষ।
মন্ত্রী বলেন, “আজকে যে পরিস্থিতি দেখলাম, কাল যদি সেই পরিস্থিতি থাকে তাহলে আশা করি কাল থেকে মালিক শ্রমিকরা গাড়ি চালাবে। আমাকে বিভিন্ন মালিক এবং শ্রমিক কমিটির নেতারা যেটা জানিয়েছে, আজ রাতের গাড়িগুলো তারা চালাবে এবং কাল পরিস্থিতি অনুকূলে থাকলে পরিস্থিতি বুঝে গাড়ি চলবে।”
গত ২৯ জুলাই ঢাকায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে বেশ কিছু গাড়ি ভাংচুর হয়; সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান।
কোনো কর্মসূচি ডাকা না হলেও বাস মালিকরা বলছেন, সড়কে ভাংচুরের কারণে পরিবহন শ্রমিকরা বাস চালাতে চাইছেন না। অন্যদিকে পরিবহন শ্রমিকরা বলছেন, মালিকরা বাস নামাতে নিষেধ করেছেন।
ধর্মঘট নয়, নিরাপত্তার অভাবে বাস চলাচল বন্ধ রয়েছে দাবি করে নৌমন্ত্রী।