
সোমবার, ৩০ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় নৌ পুলিশের অভিযানে চার লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় নৌ পুলিশের অভিযানে চার লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা ভোলা: ভোলায় নৌ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে নৌ পুলিশ।
রবিবার বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা বিশ্ব রোডের কালুপুর মৎস্য ঘাট এলাকার থেকে এ জাল জব্দ করা হয়।
ভোলা নৌ পুলিশের ওসি মোঃ পায়েল হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল, এসআই জুলফিকার ও একজন সহযোগী ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। ইলিশা বিশ্ব রোডের কালুপুর মৎস্য ঘাট এলাকার রাস্তার পাসে একটি দোকানের সামনে থেকে ১৫ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করি। ওই সময় আমাদের উপস্থিতি টের পেয়ে এর সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি। জব্দকৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি আরো বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে সব ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।