বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মাছ মেলা।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মাছ মেলা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদ্যাপন উপলক্ষ্যে “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী“মাছ মেলা” উদযাপিত হয়েছে। মেলার উদ্বোধন করেন বোরহানউদ্দিনের পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।উদ্বোধনের পরপরই মেলায় মাছ বিক্রয় উন্মুক্ত করে দেওয়া হয়। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নেমেছে এই মেলায়। মেলায় ছোট-বড় ১৬টি স্টল অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আ:কুদদূস এর সভাপতিত্বে মেলায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এ.এফ.এম. নাজমুস সালেহীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমূখ। বোরহানউদ্দিন উপজেলার ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আবু ছাইদ মাঝি ও স্টলের মাছ বিক্রেতারা জানায় অতি পরিচিত বিশেষ করে মাগুর, শিং, পাবদা, টাকি, রুই, কাতল, মৃগেল, চিতল, আইড়, পাঙ্গাস, কৈ, বোয়াল, খৈলসার, কাজলি, গাং মাগুর, টেংরা, পাবদা, পুঁটি, সরপুঁটি, মলা, প্রভৃতির প্রায় ২৪ প্রজাতির দেশি মাছ এবং নদীর , কোরাল, লাল পোয়া, ফাইস্যা, রিটা, চিংড়ি, পাঙ্গাস এবং রূপালি ইলিশ-সহ সর্বমোট ত্রিশ প্রজাতিরও বেশি মাছ এই মেলার বিভিন্ন স্টলে প্রদর্শীত হয়েছে। বিকালে স্টল সুসজ্জিতকরণ এবং স্টলে বড় মাছ সরবরাহকারী ব্যক্তি/প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ৩টি করে মোট ৬টি পুরস্কার প্রদান করা হয়।