সোমবার, ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন: লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরছকিনা গ্রামের ৪নং ওয়ার্ডে ছিডু পাটোয়ারী বাড়িতে ২২ জুলাই রবিবার দুপুর অনুমান ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, একই ওয়ার্ডের একাব্বর পাটোয়ারীর ছেলে মাহে আলমের সাথে সর্দার বাড়ির ফজলুর মেয়ে হাজেরার প্রায় দশ আগে বিয়ে হয়। তাদের ঘরে দুটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের সময় দাবি অনুযায়ী নগদ টাকাসহ ম্বর্নালংকার ও মালামালে দেওয়া হয়। কিছু দিন পরে যৌতুকের দাবি করতে থাকে। স্ত্রী অপারগতা প্রকাশ করায় তার উপর পাষন্ড স্বামী ও তার পরিবার শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে কন্যার সুখের কথা চিন্তা করে তার বাবা ফজলু যৌতুকের টাকা দিতে বাধ্য হয়। কিন্তু এতেও খায়েশ মিটেনি যৌতুক লোভী পাষন্ড স্বামী মাহে আলম ও তার পরিবারের। বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য গৃহবধু হাজেরাকে চাপ দিতে থাকে। মাহে আলমের বড় ভাই রফিকের স্ত্রী আচিয়াও যখন তখন হাজেরার সাথে দুর্ব্যবহার করে। এক পর্যায়ে ঘটনার দিন দুপুর অনুমান দুইটার দিকে হাজেরাকে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত জখম করে। হাজেরার বিভিন্ন অঙ্গে নীলাফুলা জখম করে ও মাথা ফাটায়। আহত হাজেরাকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিত গৃহবধু হাজেরা ও তার পিতৃ পরিবার এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।