সোমবার, ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লেখাপড়ায় ছেলেমেয়েদের ভাল ফলাফল অর্জনের জন্য মায়েরা এগিয়ে আসতে হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লেখাপড়ায় ছেলেমেয়েদের ভাল ফলাফল অর্জনের জন্য মায়েরা এগিয়ে আসতে হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন : লালমোহনে আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার প্রত্যেকটি ছেলেমেয়েকে লেখাপড়া শিখে উন্নত জীবন গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। উপবৃত্তি দিচ্ছে। লেখাপড়ায় ছেলেমেয়েদের ভাল ফলাফল অর্জনের জন্য মায়েরা এগিয়ে আসতে হবে। ২৩ জুলাই সোমবার সকাল ১১টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ মালেক, কোষাধ্যক্ষ কাউন্সিলর আলহাজ্ব জুলফিকার মিয়া। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রধান শিক্ষক কামরুল ইসলাম।