রবিবার, ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় দিনব্যাপী নারীদের ছাগল পালনের দিনব্যাপী প্রশিক্ষণ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় দিনব্যাপী নারীদের ছাগল পালনের দিনব্যাপী প্রশিক্ষণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা, ভোলা : ভোলায় নদীর পরিবেশ, জীববৈচিত্র ও ইলিশ সম্পদ সংরক্ষণে বিকল্প আয় বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুলাই) ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের বৈকণ্ঠপুর এলাকায় ইউএসআইডি’র অর্থায়নে কোস্ট ট্রাস্ট ইকোফিশের আয়োজনে ওই ইউনিয়নের ৩০ জন জেলের স্ত্রী এবং নারী জেলেকে ছাগল পালনের জন্য দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের মাধ্যমে সরকার যখন নদীতে ইলিশ শিকার নিষেধাজ্ঞা করে এবং নদীতে ইলিশ ধরা না পরে তখন জেলেরা যাবে অভাবে পরতে না হয়। সেজন্য জেলেদের স্ত্রী ও নারী জেলেদেরকে বিকল্প কর্ম সংস্থানের মাধ্যমে আয় করে স্বাবলম্বী করার লক্ষে ছাগল পালনের প্রশিক্ষণ দেওয়া হয়।
কোস্ট ট্রাস্ট ইকোফিশ প্রকল্পের সহ-সমন্বয়কারী সোহেল মাহমুদ বলেন, জেলে পল্লীর জেলেদের অভাব দূর করতে আমাগী কয়েকদিনের মধ্য প্রশিক্ষণ প্রাপ্ত ওইসব নারীদের মাঝে বিনামূল্যে ছাগল প্রদান করা হবে।
তিনি আরো বলেন, ভোলায় ইউএসআইডির অর্থায়নে কোস্ট ট্রাস্ট ইকোফিশ প্রকল্পের কাজ চলমান রয়েছে।