রবিবার, ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » পিআইবি কর্তৃক লালমোহন বিডিনিউজ সম্পাদক’র সনদ প্রাপ্তি।। লালমোহন বিডিনিউজ
পিআইবি কর্তৃক লালমোহন বিডিনিউজ সম্পাদক’র সনদ প্রাপ্তি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি) কর্তৃক ৪মাস মেয়াদী অনলাইন সার্টিফিকেট কোর্স অন বেসিক জার্নালিজম কোর্সে সফলভাবে উত্তীর্ণ হয়ে সনদ প্রাপ্ত হয়েছেন লালমোহন বিডিনিউজ সম্পাদক ও লালমোহন প্রেসক্লাব সদস্য মো. মিজানুর রহমান মিজান।
তাঁর সনদ প্রাপ্তিতে লালমোহন বিডিনিউজ পরিবার ও সকল শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন এর সাবেক দোয়া প্রার্থী বি-জহির অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনের সাংবাদিকতা শেখার ই-লার্নিং কার্যক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়েছে।
অনলাইন সার্টিফিকেট কোর্স অন বেসিক ও টেলিভিশন জার্নালিজম কোর্সে সারাদেশের প্রায় ২৫০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সনদ প্রদান উপলক্ষে ১২ জুলাই বেৃহস্পতিবার) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে সমকাল সম্পাদক ও পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীর, একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের পলিসি স্পেশালিস্ট আফজাল হোসেন সারওয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জনাব মফিজুর রহমান।