সোমবার, ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৫ জুলাই।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৫ জুলাই।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে হাইকোর্টের ৪সপ্তাহ স্থগিতাদেশের পর উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ ২৫ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
রবিবার তজমুদ্দিন উপজেলা নির্বাচন অফিসে এসে পৌঁছানো ৫ জুলাই ২০১৮ তারিখে স্বাক্ষরিত নির্বাচন কমিশনের যুগ্ন সচিব ফরহাদ হোসেন খান এক চিঠিতে স্থানীয় নির্বাচন অফিস কে এ নির্দেশ প্রদান করেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান অহিদ উল্লাহ জসিম এর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে গত ১৮ ফেব্রুয়ারি ওই পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
২৯ মার্চ উপ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল।
নির্বাচন স্থগিত চেয়ে ১৮ মার্চ হাইকোর্ট ডিভিশনে রিট দাখিল করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর।
২০ মার্চ ২০১৮ তারিখে হাইকোর্টের বিচারক সালমা মাসুদ চৌধুরীর বেঞ্চ উপজেলা পরিষদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিন আল মামুন জানান, যে অবস্থায় নির্বাচন বন্ধ করা হয়েছে সে অবস্থা থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করার নির্দেশনা রয়েছে।