বুধবার, ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শুদ্ধাচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহি কর্মকর্তা মো:আ: কুদদূস’র সভাপতিত্বে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্ময়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে বলেন,শুদ্ধাচারের মধ্যদিয়ে জাতির পিতার স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার,অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার, হিসাব রক্ষক কর্মকর্তা মো; ইমতিয়াজ উদ্দিন আহমেদ,বোরহানউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ,বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম আহমেদ উল্যাহ আনছারী,জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোবা¦িশ্বর উল্যাহ চৌধুরী,শিমুল চৌধুরী প্রমুখ ।