মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কেমিকেল মিশ্রিত সুপারি জব্দ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে কেমিকেল মিশ্রিত সুপারি জব্দ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ক্ষতিকারক কেমিকেল মিশ্রিত ৮৪ বস্তা ভেজানো সুপারি ও ২০ কেজি সোডিয়াম হাইড্রোসালফেট কেমিকেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার( ৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার থেকে এসব সুপারী ও ক্যামিকেল জব্দ করে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি’র পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত।
এসময় মানব দেহের জন্য ক্ষতিকর কেমিকেল মিশ্রণের দায়ে সুপারির মালিক আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত সুপারি নষ্ট করে ফেলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, কেমিকেল মিশ্রণ করে ভেজানো সুপারী দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করা হয়। এসব সুপারী মানবদেহের জন্য ক্ষতিকর। সুপারী তাজা এবং রং ঝকঝকে করার জন্য এসব ক্যামিকেল ব্যবহার করা হয়। কর্তারহাট বাজারে সোডিয়াম হাইড্রোসালফেট নামক কেমিকেল মিশ্রণ করে সুপারী ঢাকা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুপারীতে ক্যামিকেল মিশ্রণের সময় কয়েক বস্তা সুপারী জব্দ করা হয়।