শনিবার, ৯ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জেলেদের প্রশিক্ষণ ও মোবাইল সেট বিতরণ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় জেলেদের প্রশিক্ষণ ও মোবাইল সেট বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : ভোলায় ইকোফিশ বাংলাদেশে প্রকল্পের আওলতায় জেলেদের প্রশিক্ষণ ও তাদের সিটিজেন সায়েন্টিস্ট গড়ে তোলার লক্ষে মোবাইল সেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ইউএসআইডি’র অর্থায়নে কোস্ট ট্রাস্ট ইকোফিশ এর আয়োজনে জেলা মৎস্য অফিসের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ওয়াল্ড ফিশ এর সায়েন্টিস্ট ডা. জলিলুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কোস্ট ট্রাস্টের এসিটিএস সোহেল মাহমুদ, ওয়াল্ড ফিশ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ অংকুর, বিল্লাল হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, এ প্রশিক্ষণ ও মোবাইল সেটের মাধ্যমে জেলেরা সমাজ ভিত্তিক মৎস্য আহরণ মনিটরিং করতে পারবে। তারা কোন নদীতে কোথায় মাছ শিকার করছেন। প্রতি মাসে কত বার জাল ফেলছেন ও কত পরিমাণ মাছ পেয়েছে সে বিষয় জানা যাবে। এছাড়াও কোন জেলে যদি নদীতে হাড়িয়ে যায় তবে ওই মোবাইলের সফটওয়ারের মাধ্যমে সহজেই হাড়িয়ে যাওয়া জেলেকে খুঁজে বের করা যাবে।
তারা আরো বলেন, এ প্রশিক্ষণ ও মোবাইলের ব্যবহারের ফলে জেলেরা সিটিজেন সায়েন্টিস্ট গড়ে উঠবে।