শনিবার, ৯ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অকাল প্রয়াত মিডিয়া কর্মী নাজিম স্মরণে শোক সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে অকাল প্রয়াত মিডিয়া কর্মী নাজিম স্মরণে শোক সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন লালমোহন: লালমোহন ঐকতান-৯২ এর আয়োজনে প্রয়াত বন্ধুর স্মরণে করনীয় শীর্ষক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক প্রভাষক কামাল হোসেন শাহীনের সভাপতিত্বে লালমোহন রিপোর্টার্স ইউনিটিতে ৮ জুন শুক্রবার বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪ জুন, ২৮ রমজান আসরবাদ অকাল প্রয়াত বন্ধু নাজিমের কবর জেয়ারত, কোরান খতম, ইফতার ও দোআ মোনাজাত অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পৌর ১১নং ওয়ার্ডে নাজিমের বাড়ির দরজার মসজিদে আয়োজন করা হবে। সকল বন্ধুকে এতে অংশ নিতে অনুরোধ করা হয়। এ সময় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিল প্রভাষক রিয়াজ উদ্দিন, শিক্ষক মাহমুদ হাসান লিটন, সাখাওয়াত হোসেন, প্রভাষক অহিদুজ্জামান জুয়েল, রেজাউল হায়দার, প্রভাষক আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, জোবায়ের আহমেদ শিহাব, ফিরোজ কিবরিয়া ফয়েজ, আঃ মোতালেব, নুর আলম, মোশারফ হোসেন, সাংবাদিক নুরুল আমিন প্রমুখ।
সভায় মিডিয়া কর্মী নাজিম হত্যাকারী ঘাতক বাসচালকসহ সকল আসামীর বিচার ও হাইকোর্টের এক কোটি টাকা ক্ষতিপুরনের রায় কার্যকর করার দাবি জানানো হয়। ঈদের তৃতীয় দিন সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সকল বন্ধুকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। প্রয়াত নাজিমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। উল্লেখ্য গত ১৭ মে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে দুটি বাসের আগে যাওয়ার অসম প্রতিযোগিতায় পেছন থেকে ধাক্কা দেওয়ায় ঢাকা ট্রিবিউনের প্রধান বিজ্ঞাপন কর্মকর্তা, ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক, ঐকতান-৯২ এর সদস্য সচীব মোটরসাইকেল আরোহী নাজিম নিহত হন।