শুক্রবার, ৮ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কু-কর্ম করতে গিয়ে জনতার হাতে আটক সফি
লালমোহনে কু-কর্ম করতে গিয়ে জনতার হাতে আটক সফি
লালমোহ বিডিনিউজ : লালমোহনে এক নারীর সাথে কু- কর্ম করতে গিয়ে জনতার হাতে আটক হল লম্পট সফি । বৃহস্পতিবার ৭ জুন রাত অনুমান ১০ টার দিকে চরভূতা ২নং ( বর্তমানে পৌরসভার ১২ নং) ওয়ার্ডের হেলীপ্যাডের পাশের বাড়ীর হানিফ সওদাগরের ২য় স্ত্রীর সাথে অপকর্ম করত গিয়ে এলাকার লোকজনের কাছে আটক হয়। আটক হওয়ার খবর পেয়ে এলাকার বর্তমান মহিলা মেম্বার হাসনা বেগমের স্বামী গাজী এসে সফিকে উদ্বার করে কৌশলে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এব্যাপারে হানিফ সওদাগরের ২য় স্ত্রী বলেন , আমার স্বামী রোজার পূর্বে চিল্লায় যাওয়ার পর থেকে এলাকার মৃত আব্দুল হকের ছেলে সফি আমাকে কু- প্রস্তাব দিয়ে আসছে। আজ সকাল অনুমান ৯ টায় এসে আমার কাছে রাতে আসবে বলে। রাত ১০ টার পূর্বে সে আমার বাসায় আসলে এলাকার লোকজন তাকে ঘরের ভিতর থেকে ধরে ফেলে। এদিকে মহিলা যে বিছানায় ছিল তার মশুরী ও বিছানার চাধর ছিড়া অবস্থায় দেখা যায়। এছাড়াও ৩/৪ দিন পূর্বেও সফি ঐ মহিলার গায়ে হাত দিয়েছে বলে অভিযোগ করেন। খবর পেয়ে লালমোহন থানার এ এস আই ইউছুব, সওকত জামিল সহ পুলিশ ঘটনা স্থলে যায়। এব্যাপারে হানিফ সওদাগরের স্ত্রী সফির বিরুদ্বে মামলা করার জন্য লালমোহন থানায় এসেছে বলে খবর পাওয়া গেছে।