বুধবার, ৬ জুন ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিনোদন | শিরোনাম | সর্বশেষ » কণ্ঠশিল্পী “আসিফ আকবর” গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
কণ্ঠশিল্পী “আসিফ আকবর” গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাদ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম।
তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্লা নজরুল ইসলাম।
তিনি জানান, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
মামলায় আরও ৪/৫ জন অজ্ঞাত আসামি রয়েছে বলেও জানায় পুলিশ।
মামলায় বাদী অভিযোগ করেন, গত ১জুন আনুমানিক রাত ৯টার দিকে চ্যানেল ২৪ এর সার্চ লাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বাদী জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছে।
পরে বাদী বিভিন্ন মাধ্যমে যোগাযোগ কওে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপাš রের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার কওে অসাধূভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছে।
ঘটনায় বাদী গত ২জুন রাত ২টা ২২ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির এই ঘটনা উলেলখ কওে একটি পোষ্ট দেন। তার ওই পোস্টেও নিচে আসিফ আকবর নিজের অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি প্রদান করেন।
পরের দিন রাত ৯টা ৫৯মিনিটে আসিফ আকবর বাদীর প্রায় ৩২লাখ লাইকার সমৃদ্ধ ভেরিফাইড ফেজবুক পেজে লাইভে এসে ৫৪ মিনিট ৩৪ সেকেন্ড লাইভ ভিডিওতে আসিফ আকবর বাদীকে শায়েস্তা করবেন – এ কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, তাকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন।
এরপর বাদী আসিফের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেন।