সোমবার, ৪ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল।। লালমোহন বিডিনিউজ
ভোলায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু– মিছিল, কেন্দ্রীয় নেতাদের কুশপুত্তলিকা দাহ, অবাঞ্চিত ঘোষণা এবং সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিতরা।
৪ জুন সোমবার দুপুরে এ বিক্ষোভ করেন তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে যুবদলের সাবেক আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ ও সদস্য সচিব মো. কবির হোসেনের নেতৃত্বে একটি ঝাড়ু– মিছিল বের করা হয়। মিছিলটি শহরের কে জাহান মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে কেন্দ্রীয় যুবদল সভাপতি সাইফুল ইসলাম নিরব ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি তাদের কে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
এর আগে জেলা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত জেলা যুবদলের নেতারা।
যুবদলের সাবেক আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন না কওে অর্থেও বিনিময়ে কেন্দ্রীয় নেতার ভোলা জেলা যুবদলের কমিটির ঘোষণা দেন।
তিনি আরও অভিযোগ করেন, যাদেও কমিটিতে রাখা হয়েছে তারা কেউই দলীয় কর্মসূচীর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না। সদ্য ঘোষিত যুদলের কমিটি বাতিল কওে পুনরায় গঠনতন্ত্র অনুযায়ী যুবদলের কমিটি ঘোষণার দাবি জানান তিনি।
যুবদলের এই নেতা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যুবদলের কমিটি বাতিল করা না হলে বিএনপি ও যুবদলের কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং যুবদল নেতারা বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি দেবেন।