রবিবার, ৩ জুন ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | মনপুরা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » ভোলার শশীভূষণে চোরা মন্নান গাঁজাসহ আটক।। লালমোহন বিডিনিউজ
ভোলার শশীভূষণে চোরা মন্নান গাঁজাসহ আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের আট কপাট এলাকার চোরের রাজা একাধিক মামলার আসামী চোরা মন্নান(৪৫)কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।
শনিবার(২জুন)রাতে তাকে আটক করা হয়। চোরা মন্নান একই এলাকার শাহাজল হাওলাদারের ছেলে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শশীভূষণ থানার চিহ্নিত চোরের রাজা চোরা মন্নানকে রসুলপুর ইউনিয়নের আটকপাট এলাকা থেকে ২০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। চোরা মন্নানের নামে চরফ্যাশন ও শশীভূণ থানায় একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।বোরবার সকালে তাকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।