শনিবার, ২৬ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে পুর্বশত্রুতার জেরে গৃহবধুকে পিটিয়ে আহত করার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে পুর্বশত্রুতার জেরে গৃহবধুকে পিটিয়ে আহত করার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে পুর্বশত্রুতার জের ধরে এক গৃহবধূকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহতকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৬ মে শনিবার উপজেলার সাঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবপুর গ্রামের শিকদার বাড়ির গরিব অসহায় দিনমজুর শহিদুল ও তার পরিবারকে দীর্ঘদিন যাবৎ হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে নানানভাবে হয়রানি করে আসছে প্রভাবশালী লিটন গংরা। শহিদুলকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হবে বলে হুমকি দেয় লিটন গংরা। সামান্য অজুহাতে যখন তখন হামলা মারপিট করত। ঘটনার দিন শহিদুলের ছেলে ও লিটনের ছেলে বাড়ির উঠানে খেলতে গিয়ে ঝগড়া লাগে। তখন লিটন এসে শহিদুলের ছেলেটিকে চড় থাপ্পর ও ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তার চিৎকারে তার মা আংকুরা বেগম এসে ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে আংকুরা বেগমকে শহিদুল, তার শালা ইব্রাহিম, শ্বশুর ছালেম, স্ত্রী হাফেজাসহ কয়েকজনে বেদম পিটিয়ে ফুলা জখম করে।
পরে আশপাশের লোকজন এসে আংকুরা বেগমকে উদ্ধার করে। এ ঘটনার বিচার দাবি করায় পুনরায় আংকুরা বেগমকে তার ঘরে গিয়ে মারপিট করে। আংকুরার সাথে থাকা স্বর্নালংকার এবং ঘরে থাকা দশ হাজার টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। আহতকে তজুমুদ্দিন হাসপাতালে নিতে চাইলে হামলাকারিরা বাধা দেয়। পরে গোপনে তাকে লালমোহন হাসপাতালে আনা হয়।
লিটন গংরা এর আগেও তাকে মারপিট করেছে বলে জানায় আংকুরা বেগম। তিনি ন্যায় বিচার দাবি করছেন।