সোমবার, ২১ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » নাটোরে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরন।। লালমোহন বিডিনিউজ
নাটোরে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভিক্ষুক মুক্ত করতে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরন করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সামনে ইউএনও নাসরিন বানু উপস্থিত থেকে এ ভ্যান গাড়ি বিতরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে দরিদ্র অসহায় মানুষদের ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে তাদের পূর্নবাসন করতে হবে। আর সেই আলোকে চলতি ২০১৭-১৮ অর্থ বছরের এডিপির আওতায় এক লক্ষ টাকা ব্যায়ে উপজেলার ৬ জন ভিক্ষুকদের মাঝে বিনা মূল্যে ৬ টি ভ্যান গাড়ি বিতরন করা হয়েছে। এছাড়া তারা বিনা মূল্যে ভ্যান গাড়ি পেয়ে ভিক্ষাবৃত্তি না করার শপথ নেন এবং অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।