সোমবার, ১৪ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।।লালমোহন ডিনিউজ
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।।লালমোহন ডিনিউজ
লালমোহন ডিনিউজ,ভোলা প্রতিনিধি : ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৪মে) দুপুর ১টার দিকে পুলিশের মরদেহটি উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগীর মিয়া বলেন, কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। মরতদেহটি ৫ থেকে ৭ দিন আগের বলে ধারণা করছে পুলিশ।