রবিবার, ১৩ মে ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশন-মনপুরার জননী রত্নগর্ভ পুরস্কার পেলেন উপ মন্ত্রী’র মা বেগম রহিমা ইসলাম।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন-মনপুরার জননী রত্নগর্ভ পুরস্কার পেলেন উপ মন্ত্রী’র মা বেগম রহিমা ইসলাম।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মেহেদীহান্নান চরফ্যাশন থেকে ফিরেঃ পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র মা বেগম রহিমা ইসলাম আজ রোববার (১৩মে) বিশ্ব মা দিবসে রত্মগর্ভা হিসেবে ৫০ জনের মধ্যে চুড়ান্তভাবে অন্যতম সেরা মা হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড ২০১৭ সনের সার্ভে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মরহুম এম এম নজরুল ইসলামের সহধর্মিনী বেগম রহিমা ইসলাম কে রোববার “বিশ্ব মা দিবসে” সকাল ১০ টায় ঢাকা ক্লাব লিঃ এর স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনারম্ভর এক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন রত্মগর্ভা মাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রত্নগর্ভা মা বেগম রহিমা ইসলামের সুযোগ্য পুত্র পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও তার সহ ধর্মীনি নিলিমা নিগার সুলতানা (জ্যাকব) ভোলার চরফ্যাসনে উচ্চ শিক্ষা প্রসারে বেগম রহিমা ইসলাম কলেজসহ সামাজিক ও মানবসেবামূলক অনেক প্রতিষ্ঠানে তার অবদান রয়েছে। তিন ছেলে মেয়ের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এম পি)। অপর ২ ছেলের মধ্যে ছোট ছেলে বাবু কানাডা প্রবাসী, মেঝো ছেলে সৌরভ ব্যবসায়ী, একমাত্র মেয়ে কুমকুম গৃহিনী।