শুক্রবার, ১১ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » কুষ্টিয়ায় শিশু ছেলেকে নিয়ে ট্রেনের নিচে মা! লালমোহন বিডিনিউজ
কুষ্টিয়ায় শিশু ছেলেকে নিয়ে ট্রেনের নিচে মা! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে দুই বছরের ছেলেকে নিয়ে ট্রেন আসার আগে রেললাইনে হাঁটছেন এক নারী। স্থানীয়রা চিৎকার করলেও তিনি শোনেননি। ওই সময় ট্রেনের নিচে কাটা পড়ে মা (৩৫) ও ছেলে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর স্টেশনের ২ কিমি. আগে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মহিলাটি তার শিশুকে নিয়ে আত্মহত্যা করেছে। আশপাশের লোকজন তাকে রেললাইন থেকে সরে যেতে বললেও কিন্তু তিনি শোনেননি।
পোড়াদহ জিআরপি থানার ওসি সুনিল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। ঘটনাস্থলে জিআরপি থানার এসআই আবুল হোসেন তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।