শিরোনাম:
●   লালমোহনে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ●   মাতৃভাষা পদক-২৫ মনোনীত হলেন লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান ●   স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেম-ওলামাগণ বেশি নির্যাতিত হয়েছেন : মেজর অবঃ হাফিজ ●   সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন বলে মেজর অবঃ হাফিজ’র আশাবাদ ●   মেজর হাফিজর ভগ্নিপতি, ড.শাহ্ মাহমুদ উল্লাহ্’র মৃত্যুতে লালমোহন উপজেলা বিএনপি’র শোক ●   লালমোহনে ফেসবুক পোস্টে মিথ্যাচারের বিরুদ্ধে দুই যুবদল নেতার সংবাদ সম্মেলন ●   লালমোহনে প্রায় ১০লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস ●   লালমোহনে ১শ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা চিহ্নিত মাদক কারবারি ●   এতিম শিশুদের শীতবস্ত্র দিলো লালমোহন ফাউন্ডেশন ●   লালমোহন বিএনপির সদস্য সচিব শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত
ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
Lalmohan BD News
বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » হাইকমান্ডের চিরুনী অভিযান: পারিবারিক ব্যাকগ্রাউন্ডে আলোচনায় খন্দকার রবি।।লালমোহন বিডিনিউজ
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » হাইকমান্ডের চিরুনী অভিযান: পারিবারিক ব্যাকগ্রাউন্ডে আলোচনায় খন্দকার রবি।।লালমোহন বিডিনিউজ
৭৮৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাইকমান্ডের চিরুনী অভিযান: পারিবারিক ব্যাকগ্রাউন্ডে আলোচনায় খন্দকার রবি।।লালমোহন বিডিনিউজ

লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম : আগামীকাল ১১ই মে শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পদপ্রত্যাশীদের চলছে শেষ বেলার দৌড়ঝাঁপ। প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা নিয়ে বিভিন্ন সংস্থা ও গণমাধ্যম ও আওয়ামী লীগের হাইকমান্ডে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, পারিবারিক রাজনৈতিক অবস্থান, দলীয় আনুগত্য ইত্যাদি প্রসঙ্গে সম্মেলনের ১ম অধিবেশনের আগেই আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে বসতে পারেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি- শেখ হাসিনা। ইতোমধ্যে তিনি বিভিন্ন সংস্থার জরিপ নিয়ে কয়েকটি বৈঠক করেছেন তিনি। সম্মেলনের দ্বিতীয় দিন, সংক্ষিপ্ত অধিবেশনের পর কেন্দ্রীয় কমিটির ঘোষণা আসবে। এবার কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম একসঙ্গে ঘোষণা হবে।

নির্বাচনের বছর শক্তিশালী ও অনুপ্রবেশমুক্ত ছাত্রলীগ গঠনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি- শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের নতুন সম্মেলনের তদারকি করছেন। একাধিক সূত্র জানায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১ম সারির কয়েকজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল কমিটিতে ভিন্ন মতাবলম্বী অনুপ্রবেশের তথ্য-প্রমাণ প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে বিভিন্ন সংস্থা ও আওয়ামী লীগ নেতারা। বেশ কয়েকটি সংস্থা সুপারিশ করেছে, নির্বাচনের বছর ছাত্রলীগে শক্তিশালী কমিটি করার জন্য। পাশাপাশি তারা উল্লেখ করেছে, একটি মহল ছাত্রলীগে নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ধরে রাখতে কেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে ‘রাজনৈতিক ও আদশির্কভাবে’ অপেক্ষাকৃত দুর্বল কমিটি গঠন করত। প্রধানমন্ত্রীর নির্দেশের পর সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ছাত্রলীগ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির অনেকের গ্রামের বাড়ি, বিশ্ববিদ্যালয় হল, বিভাগে খোঁজ নিয়েছে। সম্ভাব্য প্রার্থীদের পরিবারে খোঁজ নিয়েছে অনেক বেশি। আত্মীয়স্বজন, বংশ-অনেকের স্কুল-কলেজেও খবর নিচ্ছে। অনেক প্রার্থীদের বিষয়ে জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেও তাদের পরিবারের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।

টানা ১৬ বছর ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে সরাসরি আওয়ামী লীগ সভাপতি- শেখ হাসিনা প্রভাব রাখতেন না। দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্রলীগ নেতাদের একটি অংশ নিয়ে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনসহ সবকিছু দেখভাল করতেন।

কিন্তু ২০০৯ সালের পর থেকে ছাত্রলীগের কেন্দ্র থেকে তৃণমূলে অনুপ্রবেশ ও কমিটি বাণিজ্য মহামারী আকার ধারণ করায় এবার প্রধানমন্ত্রীর সিলেকশনে কমিটি হওয়ার দাবি জোরালো হয়। অনুপ্রবেশ এমন হয়েছে, ছাত্রলীগের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ কেন্দ্রে বিবৃতি পাঠিয়েছে- এসব ছাত্রনেতাদের পরিবার স্বাধীনতাবিরোধী, জামায়াত ও বিএনপি সমর্থক। এসব বিতর্কের কারণে ছাত্রলীগের গৌরব অক্ষুণ্ন রাখতে কেন্দ্রীয় কমিটি, ঢা.বি ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি প্রধানমন্ত্রী নিজেই করবেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তার টেবিলে জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার শীর্ষস্থানীয়রা।

ছাত্রলীগের কমিটির দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে যাওয়ায় সাবেক ছাত্রনেতারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, প্রধানমন্ত্রীর সিলেকশনই ছাত্রলীগের রাজনীতির অতীত গৌরব ফিরিয়ে আনতে পারবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক- খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা কোনো কালো চাদরে আবৃত করা যাবে না। এ বিষয়টি টের পেয়েই প্রধানমন্ত্রী নিজে ছাত্রলীগের নেতৃত্ব গঠন করছেন। অপর সাংগঠনিক সম্পাদক- এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি- ছাত্রলীগেরও সাংগঠনিক নেত্রী। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক- দেলোয়ার হোসেন বলেন, ছাত্রলীগকে খাদের কিনারা থেকে তুলে আনতে প্রধানমন্ত্রীর এ হস্তক্ষেপের বিকল্প ছিল না।

ছাত্রলীগের বর্তমান ও সাবেকদের অনেকেই চাচ্ছেন শুধু সভাপতি-সাধারণ সম্পাদক নয়; প্রধানমন্ত্রী যেন ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করে দেন। এতে রাজনীতিতে বহুমাত্রিকতা থাকবে। সভাপতি-সাধারণ সম্পাদকের কর্তৃত্ব কমে আসবে। ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি বলেন, নির্বাচনের বছর ছাত্রলীগে শক্তিশালী নেতৃত্ব দরকার। বাচ্চাদের হাতে খেলাধুলা হয়; রাজনীতি হয় না।

আগামী ২৯তম জাতীয় সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব বাছাইয়ে গুরুত্বপূর্ণ বিষয়- মেধাবী, সাহসী, ত্যাগী, অবিবাহিত, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও কর্মীবান্ধব ছাত্রনেতা। বাংলাদেশ ছাত্রলীগের আসন্ন সম্মেলনে সার্বিক বিবেচনায় আলোচনায় আছেন- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক- খন্দকার রবিউল ইসলাম রবি।

আসন্ন সম্মেলন ও ব্যক্তিগত অবস্থান সম্পর্কে জানতে চাইলে ‘সভাপতি’ পদপ্রার্থী “খন্দকার রবিউল ইসলাম রবি” আশাবাদ ব্যক্ত করে বলেন, “নেতৃত্ব আল্লাহ্‌র দান; বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত জননেত্রী, দেশরত্ন- শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমৃত্যু কাজ করতে চাই। একইসাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরত্ন- শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে, ভিশন: ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষে দেশরত্নের ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগের সক্রীয় কর্মী হিসেবে ‘সভাপতি’ পদে মনোনয়ন পত্র গ্রহন করেছি, সুযোগ পেলে অনুপ্রবেশ ঠেকাতে পূর্নাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রেও এরূপ চিরুনী অভিযানের মাধ্যমে খোজ-খবর নেব; কোন বামাতী-জামাতী ঘরোয়ানার জায়গা হবে না ছাত্রলীগে”।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি- সাইফুর রহমান সোহাগ বলেন, আসন্ন সম্মেলন ইতিহাসের সেরা সম্মেলন হবে। দুদিনব্যাপী এই সম্মেলনে সারাদেশ থেকে লক্ষাধিক ছাত্রনেতা অংশ নেবেন। কেমন নেতৃত্ব আসবে ছাত্রলীগে? জবাবে সাইফুর রহমান সোহাগ বলেন, ভালো কর্মীর পাশাপাশি মেধাবী ছাত্র। ক্লিন ইমেজ, দলের প্রতি কমিটেড, যার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, যিনি সংগঠনকে নেতৃত্ব দিতে পারবেন। এ সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, যাকে দিয়ে জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়ন হবে, যিনি মেধাবী, পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তাকেই নেতা বানানো হবে।

ছাত্রলীগে শিবির ও অনুপ্রবেশকারীর অভিযোগ রয়েছে- আপনারা কি মনে করেন? এর জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, এটা কারো বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ থাকলে তা করতে পারেন, কিন্তু ঢালাওভাবে এটা বলা ঠিক না। কারণ আমরা যখন কমিটি করি তখন যাচাই-বাছাই করেই কমিটি করি। তিনি বলেন, কমিটি দেওয়ার আগে স্থানীয় আওয়ামী লীগের মুরব্বি নেতাদের সঙ্গে আলাপ করেই কমিটি গঠন করি। এ সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তেজগাঁও কলেজ, চট্টগ্রাম মহানগর উত্তরসহ বেশ কয়েকটি কমিটির উদাহরণ দিয়ে বলেন, মামলা থেকে অব্যাহতি পেয়েছে বলেই আমরা তাকে নেতা বানিয়েছি। একজন ত্যাগী কর্মীর প্রতি অন্যায় আমরা মেনে নিতে পারি না। যাচাই-বাছাই করেই কমিটি দেই। কাজেই অভিযোগগুলো সঠিক না। তিনি বলেন, কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম। সে কারণে অনেক জেলায় সম্মেলন করা হলেও কমিটি দিতে দেরি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক- কাজী এনায়েত, প্রধান নির্বাচন কমিশনার- আরিফুর রহমান লিমন, সহ-সভাপতি- এম আমিনুল ইসলাম, সহ-সভাপতি- মেহেদী হাসান রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক- নওশাদ সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক- সাহেদ খান, দপ্তর সম্পাদক- দেলোয়ার হোসেন শাহজাদা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- মাজহারুল ইসলাম শামীম, উপ-প্রচার সম্পাদক- খন্দকার রবিউল ইসলাম রবি প্রমুখ।

---



এ পাতার আরও খবর

লালমোহনে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন লালমোহনে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
মাতৃভাষা পদক-২৫ মনোনীত হলেন লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান মাতৃভাষা পদক-২৫ মনোনীত হলেন লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান
স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেম-ওলামাগণ বেশি নির্যাতিত হয়েছেন : মেজর অবঃ হাফিজ স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেম-ওলামাগণ বেশি নির্যাতিত হয়েছেন : মেজর অবঃ হাফিজ
সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন বলে মেজর অবঃ হাফিজ’র আশাবাদ সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন বলে মেজর অবঃ হাফিজ’র আশাবাদ
মেজর হাফিজর ভগ্নিপতি, ড.শাহ্ মাহমুদ উল্লাহ্’র মৃত্যুতে লালমোহন উপজেলা বিএনপি’র শোক মেজর হাফিজর ভগ্নিপতি, ড.শাহ্ মাহমুদ উল্লাহ্’র মৃত্যুতে লালমোহন উপজেলা বিএনপি’র শোক
লালমোহনে ফেসবুক পোস্টে মিথ্যাচারের বিরুদ্ধে দুই যুবদল নেতার সংবাদ সম্মেলন লালমোহনে ফেসবুক পোস্টে মিথ্যাচারের বিরুদ্ধে দুই যুবদল নেতার সংবাদ সম্মেলন
লালমোহনে প্রায় ১০লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস লালমোহনে প্রায় ১০লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
লালমোহনে ১শ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা চিহ্নিত মাদক কারবারি লালমোহনে ১শ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা চিহ্নিত মাদক কারবারি
এতিম শিশুদের শীতবস্ত্র দিলো লালমোহন ফাউন্ডেশন এতিম শিশুদের শীতবস্ত্র দিলো লালমোহন ফাউন্ডেশন
লালমোহন বিএনপির সদস্য সচিব শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত লালমোহন বিএনপির সদস্য সচিব শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত

আর্কাইভ