মঙ্গলবার, ৮ মে ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে মটরসাইকেলসহ তিন চোর আটক।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে মটরসাইকেলসহ তিন চোর আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি :চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় চোরাই মটরসাইকেলসহ তিন মটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ।
অভিযান শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাহফুজ, রুবেল ও সরোয়ার। মাহফুজ দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর কলমি ৭নং ওয়ার্ড এবং রুবেল ও সরোয়ার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্ধা।
এসময় তাদের কাছ থেকে ইয়ামা এফ জেড ভারশন-২ মডেলের কালো রংয়ের একটি মটর সাইকেল উদ্ধার করা হয়।
দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক(এস. আই) মোহাইমিনুল বলেন, ভোলা সদরের আলী নগরের মোঃ মিজানুর রহমান নামের এক ব্যক্তির ইয়ামা এফ জেড ভারশন-২ মডেলের কালো রংয়ের একটি মটরসাইকেল চুরি হয়ে যায়।
মিজানুর রহমানের অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে ইয়ামা এফ জেড ভারশন-২ মডেলের কালো রংয়ের একটি মটর সাইকেল উদ্ধার করা হয়। মটরসাইকেলটিসহ আসামীদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।