বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলায় ইয়াবাসহ জেসমিন আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত জেসমিন ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চন্দ্র প্রসাদ গ্রামের সেকান্দার আলী মেয়ে। বৃহস্পতিবার বিকেলে তাকে সদরের ইলিশা ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মোকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষীপুর থেকে লঞ্চে করে ভোলার ইলিশা ফেরিঘাট আসা জেসমিনকে ওই সময় ১১০ পিচ ইয়াবাসহ ফেরিঘাটের র্যাম থেকে তাকে আটক করা হয়। তিনি আরো বলেন তার বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।