বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সিঁধ কেটে দু্র্ধর্ষ চুরি ! চোর আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে সিঁধ কেটে দু্র্ধর্ষ চুরি ! চোর আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বিশেষ প্রতিনিধি : (২ মে) বুধবার দিবাগত রাতে লালমোহন পৌরসভার ভাঙ্গাপুল এলাকার দালাল বাড়িতে কৃষক শাজাহানের ঘর চুরি করে বাজারের উপর দিয়ে যাওয়ার সময় উত্তর বাজারের পাহারাদার মালেকের হাতে ধরা পরে চোর বাবুল, জানাযায় তার পিতার নাম অলি উল্ল্যাহ,তারা পৌরসভার জাইল্যা পাড়ার বাসিন্দা। তার সাথে ৬/৭ বছর বয়সি একটি ছেলে চুরির কাজে জড়িত ছিল বলে জানাযায়। পরে পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জুলফিকার মিয়ার মার্কেটের সামনে আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয় জনতা চোরকে বেঁধে রাখে। সে এর আগে পৌর ১নং ওয়র্ডের শাহে আলমের দোকানসহ কয়েকটি দুর্ধর্ষ চুরি করেছে বলে অভিযোগ পাওয়া যায়।