বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » ময়মনসিংহে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
ময়মনসিংহে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্য মোখছেদুল ইসলামসহ তিনজনকে ৮শত পিচ ইয়াবাসহ গ্রেপ্তাার করেছে পুলিশ। কনস্টেবল মোকছেদুল ইসলাম (৩২) সহ আরো গ্রেপ্তার করা হয় দুইজনকে। তারা হলেন কলেজ রোড এলাকার বাসিন্দা সৌরভ (২০) ও সুনামগঞ্জের বাসিন্দা দেবাশীষ (২৫)। তাদের দেহ তল্লাশী করে ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে শহরের নওমহল সারদা ঘোষ রোড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে দুই নম্বর ফাঁড়ির শহর উপ-পরিদর্শক (টিএসআই) ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের নওমহল সারদা ঘোষ রোডে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ সুপার সৈয়দ নুরূল ইসলাম মাদকের ব্যাপারে শূন্য সহনশীল (জিরো টলারেন্স) অবস্থান নিয়েছেন। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনজনকে আসামী করে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, মাদক নিয়ন্ত্রনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম একাধিক সভায় প্রকাশ্য ঘোষণা দিয়েছেন মাদক নিয়ে কোন আপোষ নয়। মাদক ব্যবসায়ীর সাথে পুলিশের সখ্যতা কিংবা কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।