বুধবার, ২ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » বর্তমান সরকারের অধীনেই আগামী ডিসেম্বরে নির্বাচন হবে: তোফায়েল আহমেদ।।লালমোহন বিডিনিউজ
বর্তমান সরকারের অধীনেই আগামী ডিসেম্বরে নির্বাচন হবে: তোফায়েল আহমেদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : বর্তমান সরকারের অধীনেই আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দুপুরে তার নিজ আসন ভোলায় শ্রমীকলীগ আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দলের অংশগ্রহণে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তোফায়েল আরো বলেন, এ দেশে আর তত্বাবধায়ক সরকার আসবে না। বর্তমান সরকার অন্তবর্তীকালীন সরকার হিসাবে দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে ভোলায় আওয়ামীলী গের নেতৃত্বে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, যারা অতীতে নির্বাচনে অংশ নেননি, নিশ্চয়ই তারা তাদের ভুল উপলব্ধি করেছেন। আগামীতে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে তবে তাদেরই ভুল হবে। আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক।