রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আমি দদুর্গত মানুষের পাশে আছি এবং থাকবো - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
আমি দদুর্গত মানুষের পাশে আছি এবং থাকবো - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন, লালমোহনঃ ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কালবৈশাখী ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওই সময় আমি এলাকাতে ছিলামনা। কিন্তু তাৎক্ষনিকভাবেই খবর নিয়েছি এবং আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীদেরকে দুর্গত মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছি। তিনি বলেন, আমি এলাকায় এসেই দুর্গত মানুষের খোজ খবর নিতে শুরু করেছি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। আমি দুর্গত মানুষের পাশে আছি এবং থাকবো। ২৮ এপ্রিল তিনি বিগত কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত মায়ানগর হাই স্কলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন। এছাড়া তিনি গজারিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন। ফরাজগঞ্জ মহেষখালি ফজর আলি দাখিল মাদ্রসার আয়োজনে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের অবদান শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হাওলাদার, সাধারন সম্পাদক আবুল হাসান রিমন, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রমুখ।