শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ভয়াবহ আগুন, শতাধিক দোকান পুড়ে ছাই।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ভয়াবহ আগুন, শতাধিক দোকান পুড়ে ছাই।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা শহরের ব্যবসায়ীক প্রাণকেন্দ্র মনিহারি পট্রি, চকবাজার, খালপাড় সড়ক ও ঘোষপট্টিতে ভয়াবহ আগুন লেগেছে। এতে ছোট বড় প্রায় শতাধিক দোকান পুড়ে যায়।
শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে একটি দোকান থেকে এ আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৩/৪ঘন্টা চেষ্টা চালানোর পর ভোর প্রায় ৪ টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসে।
এ ঘটনায় আগুনে চারটি মার্কেটের ৪শ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে আগুনের ঘটনায় শহরের ব্যসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙ্গে পড়েন।
সর্বশেষ খবরে জানা গেছে, আগুনে মুদি, পেট্রেল, তেল. স্টেশনারী, রং, ক্যামিকেল, প্লাস্টিক, হার্ডওয়ারসহ অসংখ্য দোকান সম্পূর্ন সম্পূর্ন ভস্মিভুত হয়।
ব্যবসায়ীনা ডাকচিৎকার এবং মাইকিং করে অন্যদেন সতর্ক করার চেষ্টা করছেন। আগুনের কারণে রাত থেকে শহরে বিদ্যুৎ সংযোগ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ রয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।