সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
ভোলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ‘‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’’ এ শ্লোগান নিয়ে ভোলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। পরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, কৃষি সম্প্রসারন উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা প্রমূখ।এসময় বক্তারা বলেন, জন সচেতনতার লক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ভোলায় ২৩ থেকে ২৯ এপ্রিল ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীগুলোতে পুষ্টির বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান হবে। যার ফলে সাধারন মানুষ সহজে পুষ্টি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে।