বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » দুলারহাটে নিষিদ্ধ কারেন্ট ও বাধা জালে মাছ শিকার।।লালমোহন বিডিনিউজ
দুলারহাটে নিষিদ্ধ কারেন্ট ও বাধা জালে মাছ শিকার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মেহেদীহান্নান দুলারহাট : ভোলার দুলারহাট থানায় নিষিদ্ধঘোষিত কারেন্ট ও বাধা জাল দিয়ে অবাধে জাটকাসহ বিভিন্ন দেশি প্রজাতির ছোট মাছ নিধন করা হচ্ছে।লোকবলের অভাবে স্থবির হয়ে গেছে মৎস্য দপ্তরের কার্যক্রম। এক রকম বন্ধ হয়ে গেছে তেতুলিয়া নদীতে সরকার কর্তৃক ঘোষিত এসব জালবিরোধী অভিজান। এ সুযোগে অবৈধ এসব জাল ব্যবহার চলছে বলে জানা গেছে। খোজ নিয়ে জানাযায়, গত ১ফেরুয়ারি থেকে সরকার ৩১ এপ্রিল পর্যন্ত নদীর সকল মাছের প্রতি সরকার নিষিদ্ধ ঘোষনা করলেও মৎস্য অফিসের তদারকির অভাবে ব্যাহত হচ্ছে অবৈধ মৎস্য শিকারবিরোধী কর্মকান্ড। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে,প্রতিবছর মর্চ এপ্রিল মাসে উপজেলার দুলারহাট থানার কাশিম চেয়ারম্যান বাজার,বাংলা বাজার ঘোষেরহাট বাজার, লঞ্চঘাট, বৌ বাজার,নজীর মাঝির হাট, গাছির খাল বাজার,চৌকিদার খাল বাজার, ভারানী বাজার, মজিবনগরের বিভিন্ন ঘাট তেতুলিয়া নদী সংলগ্ন এলাকায় জাটকার অবাধ বিচরণ লক্ষ করা যায়।এ বছর সে সুযোগটাই কাজে লাগাচ্ছেন অবৈধ মৎস্য শিকারিরা। গত কয়েক দিনের অনুসন্ধানে দেখাযায় তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ কারেন্ট ও বাধা জাল দিয়ে অবাধে মাছ শিকার করতে দেখা গেছে,নীলকমল ৯ নং ইউপি সদস্য নুরনবী’র ফেসবুক স্ট্যাটাসে জানাযায় প্রতিদিন শত শত কেজি জাটকা নিধন করে মৎস্য শিকারীরা, এব্যাপারে গাচির খার এক মাছ ব্যাবসায়ির সাথে আলাপ করলে তিনি জানান, সরকার এ জাল নিষিদ্ধ করছে জানি কিন্তু কি করমু বাপ-দাদার লেশশ ছাড়তে পারি না।পেট তো চালাইতে হইবো। এব্যাপারে দুলারহাট প্রেসক্লাবে’র সভাপতি নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান জানান প্রতিদিনই জেলেরা মাছ শিকার করছে, এ মৎস্য সম্পদ রক্ষার জন্য প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।