মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চরফ্যাসনে র্যালী ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চরফ্যাসনে র্যালী ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাসনে ১৭ এপ্রিল সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাসন উপজেলা ও পৌরশাখা নেতৃত্বে একটি র্যালী উপজেলা অাওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে ফ্যাসন স্কয়ার সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাসন উপজেলা ও পৌরশাখার আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জয়নাল আবদীন আখনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পৌর মেয়র শ্রী বদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হোসেন চেয়ারম্যান, বন পরিবেশ বিষয়ক সম্পাদক এইচ এম মোর্শেদ, প্রচার সম্পাদক আবু জাহের ভূইয়া, দপ্তর সম্পাদক আহাম্মদ উল্যাহ ও শ্রমিক নেতা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার অসাম্প্রদায়িক, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। গত ৯ বছরে দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান, দারিদ্র্যবিমোচন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামোগত উন্নয়ন, বৈদেশিক সম্পর্ক, ব্যবসাবাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে ‘রোল মডেল’।