সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » মনপুরায় ৪ভুয়া ডাক্তার গ্রেফতার, বিভিন্ন মেয়াদে দন্ড।। লালমোহন বিডিনিউজ
মনপুরায় ৪ভুয়া ডাক্তার গ্রেফতার, বিভিন্ন মেয়াদে দন্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : মনপুরা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আজিজ ভূঁঞা সোমবার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসায় ফ্রি ক্যাম্পিং চিকিৎসা দেওয়া অবস্থায় ৪ ভুয়া ডাক্তার আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট তাৎক্ষনিক আদালত বসিয়ে ৪ ভূয়া ডাক্তরকে কারাদন্ড দিয়েছেন। তাদের কাছে থাকা চিকিৎসার সকল মালামাল জব্দ করা হয়েছে।
জানা যায়, হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসায় ফ্রি ক্যাম্পিং চিকিৎসা দিচ্ছেন রবিন ফার্মাসিউটিক্যালস (আয়ু) লিঃ নাম ব্যাবহার করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আজিজ ভূঁঞা অভিযান চালিয়ে ভূয়া ৪জন ডাক্তারকে আটক করে। চিকিৎসা দেওয়া অবস্থায় তাদের বৈধ ডাক্তারী কোন কাগজ পত্র দেখাতে পারে নাই। ডাক্তার সনদ ব্যাবহার করে যে চিকিৎসা দিচ্ছেন তার কোন প্রমান পত্র পাওয়া যায়নি। চিকিৎসার নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এসব ভূয়া ডাক্তার।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত বসিয়ে বাংলাদেশ ইউনানী এবং আয়ুবেদিক প্রাক্টিশনাল অধ্যাদেশ ১৯৮৩ এর ৩৪(২) ধারা মোতাবেক ৩৪(৩) অনুযায়ী ডিগ্রী ছাড়া ডাক্তার হিসেবে চিকিৎসা দেওয়ায় বিমল রঞ্জন দাস (৪০), মোঃ আসাদউল্যাহ (৩২) কে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ফজলে রাব্বি (২৫) এবং মোঃ ইকবাল হোসেন (২৩) কে ৩ মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১০ কাটন বেজাল ঔষধ, ১টি ল্যাপটপ, স্টেপলাইজার, ২টি ডাক্তার পরিচয় পত্র কার্ডসহ শরীর মাপার বিভিন্ন সরাঞ্জাম। পরে সকল ভেজাল ঔষদ তাৎক্ষনিক আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ল্যাপটপটি ১৯ হাজার ৫শত টাকা নিলামে বিক্রি করা হয়েছে।