রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » শশীভূষণ মাধ্যামিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।।লালমোহন বিডিনিউজ
শশীভূষণ মাধ্যামিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,ভোলা:ভোলার শশীভূষণ থানা সদরে অবস্থিত একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শশীভূষণ মাধ্যামিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বোরবার(১৫এপ্রিল)সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩টি বুথে বিরতিহীনভাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। নির্বাচনে ৭ জন অভিভাবক সদস্য প্রার্থী অংশ নেন।
এদের মধ্যে প্রভাষক বেল্লাল উদ্দিন ৩০৬ ভোট, মো.সাহাদাত হোসেন ছাদু মোল্লা ২৯২ ভোট, আঃ ছালাম বাবুল মোল্লা ২৯১ ভোট ও মো. আবুল কাশেম ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৮৮৩জন। এর মধ্যে ৪৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.খলিলুর রহমান।
শশীভূষণ মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন জানান, সুন্দর ও মনোরম শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। আমি অভিভাবক ও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকলকে অভিনন্দন জানাই।