সোমবার, ৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » আলহাজ্ব আলী আজম মুকুল এমপির আশু রোগ মুক্তির কামনায় দোয়া মিলাদ ।।লালমোহন বিডিনিউজ
আলহাজ্ব আলী আজম মুকুল এমপির আশু রোগ মুক্তির কামনায় দোয়া মিলাদ ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আলহাজ্ব শহীদুল হক নকিব চৌধূরীর অনুপ্রেরণায়,মোঃ মহিবুল্যাহ মৃধার সহযোগিতায়,চরঙ্গাপুর দাখিল মাদ্রাসার উদ্দ্যেগে ভোলা-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপির সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে এক দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ২ ঘটিকার সময় চরঙ্গাপুর দাখিল মাদ্রাসার মসজিদে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মাননীয় সাংসাদ আলহাজ্ব আলী আজম মুকুলের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাচরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মহিবুল্যাহ মৃধা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাচড়া ইউনিয়নের সচিব জনাব মোঃ মাইনউদ্দিন চৌধূরী,মোঃ কাজী শাহজাহান,মোঃ সেলিম সিকদার,মোঃ মামুন খান,মোঃ মোস্তাফিজ,মোঃ খালেদ হোসেন চৌধূরী ,মোঃ নাজিম- উদ্দিন নাজু চৌধূরী (সিনিয়র শিক্ষক)। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রসার সকল শিক্ষক,ছাত্র,অভিভাবক ও স্থানীয় আওয়ামিলীগের ভিবিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন চরঙ্গাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মিজানুর রহমান ও দোয়া মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আবুল কাশেম মীর।