রবিবার, ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ চিংড়ির রেনু জব্দ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ চিংড়ির রেনু জব্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলায় কোস্টগার্ড দক্ষিন জোনের অভিযানের ৬ লাখ ৫০ হাজার পিচ চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনার আনুমানিক মূল্য চৌদ্দ লাখ টাকা বলে জানান কোস্টগার্ড। রবিবার সকালে ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিন জোনের লেঃ কমান্ডার বিএন নুরুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগাড অভিযান চালিয়ে ৬ লাখ ৫০ হাজার পিচ চিংড়ির রেনুসহ দুইটি ইঞ্জিন চালিত বোট জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত রেনু নদীতে অবমুক্ত করা হয়। তিনি আরো জানান, কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও কোস্টগার্ড সদস্যরা হাতিয়া উপজেলা থেকে ৮০০ কেজি পাঙ্গাস পোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত পোনার আনুমানিক মূল্য টাকা ২ লাখ ৮০ হাজার টাকা । মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাস পোনা বিভিন্ন এতিমখানায় ও গরীব দুস্তদের মাঝে বিতরণ করা হয়।