রবিবার, ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে নির্বাচন কমিশন।। লালমোহন বিডিনিউজ
জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে নির্বাচন কমিশন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে নিজের অবস্থান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পুরো নির্বাচন কমিশন। আমার একার সিদ্ধান্তে তা সম্ভব নয়। আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত। বিগত জাতীয় নির্বাচনগুলোতে সেনা মোতায়েন করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে একবারও বলিনি যে সেনা মোতায়েন হবে না।
তবে এটা আমার একার সিদ্ধান্তের বিষয় নয়। ইসির আরো পাঁচজন সদস্য আছেন, তারা মিলেই এটা সিদ্ধান্ত নেবেন। তবে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত নয় বলে জানান তিনি।