শনিবার, ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » আ’লীগ সরকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে-প্রতিমন্ত্রী চুমকি।।লালমোহন বিডিনিউজ
আ’লীগ সরকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে-প্রতিমন্ত্রী চুমকি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি :মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, পুল-কালভার্ট উন্নয়নের পাশাপাশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, স্বাস্থ্যেই সুখের মূল। বিচ্ছিন্ন দ্বীপের অসহায় মানুষের কথা চিন্তা করে এ দ্বীপে প্রসূতি বিভাগসহ নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হবে।
গতকাল শনিবার দুপুরে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ চরপাতিলা স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এ স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন কেন্দ্র চর-পাতিলার নারীদের জন্য আশার বার্তা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। চরাঞ্চলের অসহায় নারীদের জন্য বিজিএফ ও বিজিডি কার্ড দিগুণ করা হবে। এসময় তিনি চরের দরিদ্র নারীদের জন্য ১০০টি সেলাই মেশিন বরাদ্দের ঘোষণা দেন।
চর-কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, চরপাতিলার একমাত্র প্রাথমিক বিদ্যালয় ভবনের জন্য চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চরের বেড়িবাঁধসহ আরো ব্যাপক উন্নয়ন করা হবে।
এদিকে এ স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এ দ্বীপের বসবাসরত চার হাজার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। তারা এখন দ্বীপে বসেই স্বাস্থ্যসেবা পাবে। এটা এতোদিন এ চরবাসীর স্বপ্ন ছিল। এখন আর স্বপ্ন নয়। এ দ্বীপে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনা করায় এখানকার মানুষের চিকিৎসা সেবা অনেকটাই নিশ্চিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাশেম চৌধুরী, নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল প্রমুখ।